বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুরে গত ২০ এপ্রিল ২০২৪ শনিবার হতে ৩ দিন ব্যাপি রিসার্চ মেথডোলজির উপর একটি সেমিনার কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে resource person হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা, অত্র কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু ফয়সাল মোহাম্মদ পারভেজ, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এম শাহিন-উল-ইসলাম প্রমুখ। এ ছাড়াও রিসোর্স পার্সন হিসেবে অংশ গ্রহণ করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর কমিউনিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ।
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের চিকিৎসা শিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে রিসার্চ মেথডোলজির ভূমিকা অপরিসীম। ৩ দিন ব্যাপি সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী এবং পোষ্ট গ্রাজুয়েট ট্রেইনী চিকিৎসকগণ অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন।
আজ ৩য় এবং সমাপনী দিবসে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা, নব নিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক ডা. স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. রতন কুমার সাহা।