আজ ২৯ এপ্রিল সোমবার বাংলাদেশে এনকেফালাইটিস সংক্রান্ত কারণ ও অন্যান্য বিষয় শনাক্ত করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় “BASE study” এর প্রধান প্রতিনিধি দলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্থানীয় গবেষক প্রতিনিধির একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে অলোচনা সভায় উপস্থিত ছিলেন প্যান্ডেমিক সাইন্স ইন্সটিটিউট (PSI) এর সম্মানিত পরিচালক এবং ইন্টারন্যাশনাল সিভিয়ার এক্যুট রেস্পিরেটরি এন্ড ইমারজিং ইনফেকশান কনসোর্টিয়াম (ISARIC) এর নির্বাহী প্রধান অধ্যাপক স্যার পিটার হারবি। উল্লেখ্য, অধ্যাপক স্যার পিটার হারবি অক্সফোর্ড করোনা ভ্যাকসিন আবিষ্কারক দলের পরিচালক এবং করোনাতে ডেক্সামিথাসন এর ব্যাবহার সংক্রান্ত রিকোভারি ট্রায়ালের কো চিফ ইনভেস্টিগেটর ছিলেন। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক পিয়েরো ওলিয়ারো, অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন এন্ড গ্লোবাল হেলথ এর পরিচালক ব্রায়ান এনগাস, অক্সফোর্ড ভ্যাক্সিন গ্রুপের ক্লিনিক্যাল ফেলো ডেনিয়েল জেনকিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর, শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু ফয়সাল মো. পারভেজ সহ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত প্রতিনিধি দলটির নেতৃত্বে বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী নিপাহ ভাইরাসের ভ্যাক্সিন উদ্ভাবনের প্রক্রিয়া চলমান। এছাড়াও সিডিসি আটলান্টা ভাইরাল স্পেশাল প্যাথোজেন ব্রাঞ্চ (VSPB) এর প্রধান ড. জোয়েল মন্টেগোমারির নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদলও আজ নিপাহ সারভিলেন্স কার্যক্রম এর বর্তমান অবস্থা জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এই দলের অন্যান্য সদস্যগণ হলেন ভাইরাল স্পেশাল প্যাথোজেন ব্রাঞ্চ এর ডেপুটি প্রধান ড. ক্রিস্টিনা স্পাইরোপলোউ, এপিডেমিওলজিস্ট কেইটলিন কোসাবুম এবং এ্যামি হুইসটেল।